গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের মৌলিক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক:
গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ শুরু করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত বুধবার থেকে প্রবাসীদের জন্য এই রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক যাত্রা করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ‘বিদেশে বাংলাদেশি শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ এর এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এই ব্যাচে ১৫ জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
বিদেশে এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ায় প্রবাসী বান্ধব বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং আগ্রহী প্রশিক্ষণার্থীদের স্বাগতম জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
তিনি বলেন, দেশের বাইরেও বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার। এমন প্রশিক্ষণ গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের আর্থিক ও সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে। এই প্রশিক্ষণ কোর্সটি একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে মোট ৯০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের প্রথম শ্রচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম সহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই ব্যাচের প্রশিক্ষণ চলবে।
Related News

মালয়েশিয়ায় যেতে পারছেন না ১ লাখ কর্মী
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে জট লেগেছে। প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মীর ভিসারRead More

আমিরাতে প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম মঙ্গলবার (৩০ মে)Read More