‘প্রবাসী বাংলা’ অ্যাপসের মাধ্যমে প্রতারণা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:
নিজেদের তৈরি ‘প্রবাসী বাংলা’ অ্যাপসের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রবাসীদের সাথে বন্ধুত্ব করে প্রতারণা করে এ চক্রটি।
গ্রেপ্তার প্রতারকের নাম মোঃ তৌহিদুল ইসলাম। তাকে ১১ জানুয়ারি রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সাইবার পুলিশের সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা জানান, দেশি-বিদেশি তথ্য ও অনলাইনে মনিটরিংয়ের মাধ্যমে এ অপরাধী চক্রের সন্ধান পাওয়া যায়। এ চক্র নিজেদের পরিচয় গোপন করে ফেইক ফেসবুক আইডি খুলে প্রথমে প্রবাসীদের সাথে বন্ধুত্ব করতো। পরে নিজেদের তৈরি করা ‘প্রবাসী বাংলা’ অ্যাপসের মাধ্যমে দেশে টাকা পাঠাতে উৎসাহিত করতো। প্রবাসীরা সেই অ্যাপস ব্যবহার করে টাকা পাঠালে তারা ভুয়া ভার্চুয়াল কয়েন পাঠায়। এরপর বিভিন্ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে টাকা হাতিয়ে নিয়ে ওই অ্যাপস ডাউন করে দিয়ে থাকে।
এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি রুজু করা হয়েছে।
Related News

যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফরRead More

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেইRead More