Main Menu

জার্মানিতে আশ্রয় আবেদন, ৬ বছরের মধ্যে সর্বোচ্চ

নিউজ ডেস্ক:
গত বছর ২০২২ সালে প্রায় আড়াই লাখ মানুষ অভিবাসী জার্মানিতে প্রথমবার আশ্রয় আবেদন করেছেন বলে এক রিপোর্টে জানিয়েছে ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিসের (বিএএমএফ)। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, শরণার্থীদের আশ্রয় আবেদনের এই সংখ্যা ২০১৬ সালের পর সর্বোচ্চ৷

জার্মানির আশ্রয় আবেদন ও শরণার্থীদের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দুই লাখ ৪৪ হাজার ১৩২ জন দেশটিতে আশ্রয় আবেদন করেছেন৷ এর মধ্যে প্রথমবার আবেদন করেছেন দুই লাখ ১৭ হাজার ৭৭৪ জন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৪৭ শতাংশ বেশি৷ প্রথম আবেদনের মধ্যে এক বছরের কম বয়সি ২৪ হাজার ৭৯১ শিশু আছে যারা জার্মানিতেই জন্মগ্রহণ করেছে৷

রিপোর্টে আরও বলা হয়, গত বছরের শেষ তিন মাসে আশ্রয় আবেদন উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে৷ কারণ বলকান রুট ব্যবহার করে এই সময়ে আগতদের সংখ্যা বেড়েছে৷

আবেদনকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন সিরিয়ার মানুষ৷ গত বছর দেশটির ৭২ হাজার ৬৪৬ জন জার্মানিতে আশ্রয় আবেদন করেছেন৷ এরপর আছেন আফগানিস্তান (৪১ হাজার ৪৭১), তুরস্ক (২৫ হাজার ৫৪), ও ইরাকের (১৬ হাজার ৩২৮) মানুষ৷

বিএএমএফ জানিয়েছে, বছরজুড়ে দুই লাখ ২৮ হাজার ৬৭৩ টি আবেদনের সিদ্ধান্ত জানিয়েছে তারা৷ এখনও সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন এক লাখ ৩৬ হাজার ৪৪৮ জন আবেদনকারী৷

এদিকে গত বছর জার্মানিতে ১০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী এসেছেন৷ তবে তাদেরকে এই আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি৷ ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনায় জরুরি সুরক্ষা ব্যবস্থার আওতায় তারা থাকার অনুমতি পেয়েছেন৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী নান্সি ফেসার বলেন, ‘ ইউক্রেনীয় শরণার্থীদের জার্মানরা নানাভাবে সাহায্য করেছেন৷ বিশ্বের অন্যান্য দেশ থেকেও মানুষ যুদ্ধ, সন্ত্রাস থেকে পালিয়ে বেড়াচ্ছে৷ ফলে আশ্রয় আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷’’

দেশটির পরিসংখ্যান বলছে, ২০২১ সালে জার্মানিতে মোট ১৩ লাখ ২০ হাজার অভিবাসী এসেছেন, যা ২০২০ সালের তুলনায় ১১.৫ শতাংশ বেশি৷

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *