অভিবাসীকে মারধর, ৩ ইতালীয়র দুই বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক:
অভিবাসীকে মারধর করার দায়ে তিন ইতালিয় নাগরিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত৷ আফ্রিকান এক অভিবাসীকে মারধর করেন তিন ইতালিয় নাগরিক। এ ঘটনার কয়েকদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই প্রবাসী৷
ইতালি-ফ্রান্স সীমান্তের কাছে ইম্পেরিয়ার একজন বিচারক আফ্রিকান বংশোদ্ভূত একজন অভিবাসীর উপর হিংসাত্মক হামলার ফলে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন৷
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- দক্ষিণ ইতালির পালমির বাসিন্দা ২৯ বছরের ইগনাজিও এ, সিসিলির অ্যাগ্রিজেন্তোর ফ্রান্সেস্কো সি (৪০) এবং জোসেপ্পে এম (৪৫) । ২৩ বছর বয়সি আফ্রিকান মুসা বালদেকে মারধরের করার দায়ে তারা দোষী সাব্যস্ত হন।
বালদে ছিলেন আফ্রিকার গিনির বাসিন্দা। ঘটনার কয়েকদিন পর ২০২১ সালে তুরিনের একটি প্রত্যাবাসন কেন্দ্রে (সিপিআর) তিনি আত্মহত্যা করেন।
জানা গেছে, আসামিদের মতে বালদে তাদের একটি ব্যাগ চুরির চেষ্টার পরে তারা ওই ব্যক্তিকে মারধর করেন।
গত ৯ ডিসেম্বর প্রসিকিউটর মাত্তেও গোবি প্রত্যেক অভিযুক্তর জন্য ২ বছর ৮ মাসের কারাদণ্ড চেয়েছিলেন।
সাজা ঘোষণার কিছুক্ষণ আগে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন কর্মী আদালতের সামনে অবস্থান করেছিলেন।
মঙ্গলবার সকালে ইম্পেরিয়ার আদালতের সামনে বিক্ষোভ চলাকালীন প্ল্যাকার্ডে ছিল “মুসা বলদেকে খুন করা হয়েছে” এবং “উদাসীন = বর্ণবাদী সমাজের সহযোগী”
Related News

যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফরRead More

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেইRead More