ইতালি-ফ্রান্স সীমান্ত: ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিবাসীর মৃত্যু
নিউজ ডেস্ক:
ইতালি-ফ্রান্স সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সি এক অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালি থেকে অনিয়মিত উপায়ে ফ্রান্সে প্রবেশ করতে গিয়ে ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই অভিবাসী মারা গেছে।
মন্তো শহরে অনিয়মিত অভিবাসীদের ব্যবহৃত রুটে এই দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় প্রেফেকচুর জানিয়েছে, নিহত ব্যক্তি অভিবাসী বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন৷ তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
সোমবার (৯ জানুয়ারি) ইতালির ভেন্টিমিগ্লিয়া থেকে ফ্রান্সের নিস শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া টিইআর ট্রেনের ছাদে উঠেন এক ব্যক্তি৷ ট্রেনটি দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মন্তো শহরে পৌঁছালে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি৷
অভিবাসন সংস্থা রোয়া-নাগরিক সমিতি স্থানীয় দৈনিক নিস মাতাকে জানিয়েছে, ‘‘সীমান্ত বন্ধ করার কারণে মন্তো শহরে আবারও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ এই ঘটনার কারণ জানতে ডিপার্টমেন্টাল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি (ডিডিএসপি) তদন্তের নির্দেশ দিয়েছে৷
উল্লেখ্য এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবারও ভেন্টিমিগ্লিয়াকে ফ্রান্সের সাথে সংযোগকারী একটি ট্রেনের ছাদে এক যুবকের মরদেহ পাওয়া যায়। সাধারণত ট্রেনের উপরের অংশে প্যান্টাগ্রাফ নামের সংযোগকারী বস্তুর সাথে বৈদ্যুতিক তারের সংযোগ থাকে৷ এই তারগুলো প্রায়শই ২৫ হাজার ভোল্টের কাছাকাছি হয়ে থাকে৷ যেগুলোর সংস্পর্শে আসামাত্র একজন ব্যক্তি প্রাণ হারান৷
Related News

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More

ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More