যেভাবে প্রবাসী বাংলাদেশিরা রোম দূতাবাসের ফরমে নিবন্ধন করবেন

নিউজ ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের অনলাইন ডাটাবেজের উদ্যোগ নিয়েছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইতালি, সার্বিয়া এবং মন্টেনেগ্রোতে বসবাসরত সকল বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের জন্য এ উদ্যোগ নিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস রোম প্রবাসী নাগরিকদের ডাটাবেজ সংরক্ষণের কার্যক্রম এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ দূতাবাসের সেবার মান আরও দ্রুত, উন্নত এবং অধিকতর সহজলভ্য করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছে তথ্য প্রদান সহজ ও কার্যকর করা, দেশের স্বার্থ সংরক্ষণে ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আরও বেগবান করা, সর্বোপরি প্রবাসীদের সাথে যোগাযোগ সহজীকরণের জন্য এই ডাটাবেজটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে দূতাবাস।
নিবন্ধনের জন্য দূতাবাসের ওয়েবসাইট-এ এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত লিংক-এ প্রবেশ করে তথ্য ৩১ জানুয়ারির মধ্যে প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Related News

যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফরRead More

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেইRead More