জেনে নিন, কোনো রাকাতে ভুলে তিন সিজদা করলে করণীয়

নিউজ ডেস্ক:
কোনো রাকাতে যদি মুসল্লি দুই সিজদার বদলে সিজদা তিনটি করে ফেলেন, তাহলে করণীয় কী? সাহু সিজদা করলে কি তার নামাজ শুদ্ধ হবে? আসুন জেনে নিই।
উত্তর হচ্ছে, দুইটির জায়গায় সিজদা তিনটি আদায় করলে, তখন সাহু সিদজা আদায় করা ওয়াজিব হয়ে যায়।
কেননা তিনটি সিজদা আদায় করার কারণে পরবর্তী রুকন আদায় করতে বিলম্ব হয়।
আর নামাজের রুকন বিলম্বে আদায় করলে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই সাহু সিজদা আদায় না করলে নামাজ আবার পড়তে হবে।
হযরত আতা রাহ. বলেন, ‘যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটি সিজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সিজদা করে নেবে। ‘ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস নং: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি: ২/৩০৮; কিতাবুল আছল: ১/২১১; বাদায়েউস সানায়ে: ১/৪০১)
Related News

সুদের টাকা দান করলে সওয়াব হবে?
ধর্ম ডেস্ক: দুনিয়াতে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ আছে। তন্মধ্যে অন্যতম হলো সুদ। রাসুলে আকরাম (সা.) বলেছেন,Read More

১৪ নারী ছাড়াও আরও যাদের বিয়ে করা হারাম
ধর্ম ডেস্ক: ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারী-পুরুষদের জন্য ১৪ জনকে মাহরাম হিসেবে গণ্য করা হয়েছে। যাদেরRead More