Main Menu

সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচলে সতর্কতার পরামর্শ পুলিশের

নিউজ ডেস্ক:
গত কয়েকদিন ধরে সিলেটসহ সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ বইছে। সেই সাথে রয়েছে ঘন কয়াশা। যে কারণে বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা।

সন্ধ্যা নামতে না নামতেই আবহাওয়া চলে যায় কুয়াশার দখলে। রাত একটু বাড়লেই সিলেটের অনেক স্থানে ৪-৫ হাত দূরে কিছু দেখা যায় না কুয়াশার কারণে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সড়কে অনেক সময় কিছুই দেখা যায় না। এ কারণে প্রায়শ ঘটছে দুর্ঘটনা। তাদের পক্ষেও মহাসড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে। মহাসড়কে যান চলাচলে চালকদের সতর্কতা অবলম্বন না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট রিজিওন হাইওয়ে পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ জানান, শনিবার ভোর রাতে মূলত ঘন কুয়াশার কারণেই সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুরে দুর্ঘটনায় ৫ জনের প্রাণ গেছে। দুর্ঘটনার শিকার ৩টি গাড়ির একটি অপরটিকে দেখতে পারছিল না। যে কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। এ অবস্থায় মহাসড়কে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *