প্রবাসীকর্মীদের সুখবর দিল ফরাসী সরকার

নিউজ ডেস্ক:
চলতি বছরে অভিবাসী কর্মীদের বেতন বাড়ানো, অবৈধ অভিবাসীদের বৈধকরণসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ফরাসী সরকার।
অভিবাসী কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে সহায়তা এবং কাজের মাধ্যমে অবৈধদের বৈধকরণের কথা জানিয়েছে ফ্রান্স সরকার। এ ছাড়া ঘর গরম রাখতে ইলেক্ট্রিক হিটারের পরিবর্তে কাঠ ব্যবহার করলেও সহায়তার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
সলিডারিটি এসাই ফ্রান্সের (সাফ) সভাপতি নয়ন এনকে বলেন, যেসব পরিবারে তিনজনের অধিক শিশু রয়েছে, তাদের একটা কার্ড করে দেয়া হবে। এর মাধ্যমে যানবাহনের ক্ষেত্রে তারা ছাড় পাবে।যদি কোনো পরিবার ইলেক্ট্রিসিটি না ব্যবহার করে কাঠের মাধ্যমে হিটার চালিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরও ফ্রান্স সরকারের পক্ষ থেকে একটা সাহায্য করা হবে।
ফরাসী সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা জানিয়েছেন, কাজের মাধ্যমে অনেক লোককে বৈধতা দেয়ার সম্ভাবনা আছে। এটা কার্যকর হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ উপকৃত হবে।
Related News

যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফরRead More

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেইRead More