Main Menu

প্রবাসীকর্মীদের সুখবর দিল ফরাসী সরকার

নিউজ ডেস্ক:
চলতি বছরে অভিবাসী কর্মীদের বেতন বাড়ানো, অবৈধ অভিবাসীদের বৈধকরণসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ফরাসী সরকার।

অভিবাসী কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে সহায়তা এবং কাজের মাধ্যমে অবৈধদের বৈধকরণের কথা জানিয়েছে ফ্রান্স সরকার। এ ছাড়া ঘর গরম রাখতে ইলেক্ট্রিক হিটারের পরিবর্তে কাঠ ব্যবহার করলেও সহায়তার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

সলিডারিটি এসাই ফ্রান্সের (সাফ) সভাপতি নয়ন এনকে বলেন, যেসব পরিবারে তিনজনের অধিক শিশু রয়েছে, তাদের একটা কার্ড করে দেয়া হবে। এর মাধ্যমে যানবাহনের ক্ষেত্রে তারা ছাড় পাবে।যদি কোনো পরিবার ইলেক্ট্রিসিটি না ব্যবহার করে কাঠের মাধ্যমে হিটার চালিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরও ফ্রান্স সরকারের পক্ষ থেকে একটা সাহায্য করা হবে।

ফরাসী সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা জানিয়েছেন, কাজের মাধ্যমে অনেক লোককে বৈধতা দেয়ার সম্ভাবনা আছে। এটা কার্যকর হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ উপকৃত হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *