মিশিগানে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি বিস্তারে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান বিশেষ ভূমিকা রাখছে। পাশাপাশি তারা সুনামগঞ্জকে গভীরভাবে লালন করে আর্তমানবতার সেবায় নজির স্থাপন করেছে। মিশিগানে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসীসহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নতুন কমিটির সদস্যদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে সনদপত্র দেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক আজাদ খান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়েছেন শিল্পী সেলিম চৌধুরী ও পৃথা দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন তানিম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মোতালিব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার।
বক্তব্য রাখেন ড. শফিউল আলম, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিফতাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ব্যাংকার আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, রাব্বি আলম, সাংবাদিক আশিকুর রহমান, তোফায়েল রেজা সোহেলসহ আরও অনেকে।
আরও বক্তব্যে রাখেন শাহ অপু আহমদ, শামসুল হুদা পাশা, শামসুল হক, কাজল মিয়া, জাইক আহমদ, মামুন খান, নুরুল হাসান পারভেজ, আব্দুল বাচিত মধু, জুবায়ের আহমদ, আমিন উদ্দিন, অপু মিয়া, শুয়েব খান, মারুফ খান, কবিরুজ্জামান কবি, সাব্বির আহমেদ, ছুরত আলী, জাকির হোসেন, আলী আহসান, শুয়েব আহমদ, নজরুল ইসলাম জিতু, আব্দুল মাবুদ ও সালেহ আহমদ বাদল।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More