আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: সারাদিন ফ্রি চা খাওয়াচ্ছেন ইব্রাহীম

নিউজ ডেস্ক :
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ফ্রি চা খাওয়াচ্ছেন মাগুরার মেসিভক্ত এক চায়ের দোকানি।
রোববার রাতে শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে মোহামেডানের চায়ের দোকান নামে পরিচিত দোকানের মালিক ইব্রাহিম হোসেন মোহামেডান খেলা শুরুর আগেই এ ঘোষণা দেন।
মোহামেডান বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক। যে দিনই আর্জেন্টিনার খেলা ছিল আমি জার্সি পরে খেলা দেখেছি। আর্জেন্টিনার বিজয়ে আমি ভীষণ খুশি। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইছে সারাদিন সবাইকে ফ্রি চা খাওয়াব।
ওই এলাকার এক বাসিন্দা বলেন, মোহামেডান বরাবরই আর্জেন্টিনার সমর্থক। যেদিন প্রিয় দলের খেলা থাকে, সেদিন সে খুব মানসিক অস্থিরতায় ভোগে। আর্জেন্টিনার জয়ে আজ সে খুশি। আমাদেরকে ডেকে ডেকে চা খাওয়াচ্ছে।
Related News

ঈদে সিলেট-চাঁদপুর রুটে স্পেশাল ট্রেন
নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে শতভাগ অনলাইনে ট্রেনের টিকিট বেচা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলামRead More

আজ জাতির মহানায়কের জন্মদিন
নিউজ ডেস্ক: আজ ১৭ মার্চ, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুRead More