ভারতে কনডম বেশি ব্যবহার করেন মুসলিমরা: ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি এক মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন আরএসএ প্রধান মোহন ভাগবত। সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার জবাব দিলেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেছেন, ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরং তা কমছে এবং মুসলিমরাই সবচেয়ে বেশি কনডম ব্যবহার করছে।
হায়দরাবাদে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও টুইট করেছেন ওয়াইসি। ভিডিওতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ওয়াইসিকে বলতে শোনা যায়, আরএসএস প্রধানের এই বক্তব্যের জবাবেই ওয়াইসি শনিবার বলেন, ‘আতঙ্কিত হবেন না। কারা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন? আমরা। মোহন ভগবত এ নিয়ে কিছু বলেন না। ভারতে মুসলিমদের জন্মহার বৃদ্ধি পাচ্ছে না। বরং কমছে। আমি আপনার সামনে তথ্য পেশ করছি। কেন্দ্রের তথ্যই বলছে মুসলিমদের জন্মহার ২ শতাংশ কমেছে। তথ্য বিকৃত করা উচিত নয় আপনার। বিজেপি এবং আরএসএস সিদ্ধান্ত নিয়েছে যে, তারা দেশের জনগণকে খাবারের ব্যবস্থা না করে মুসলিমদের উপর হামলা করবে।’
এর আগে, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক পরামর্শদাতা ও আরএসএসের প্রধান মোহন ভগবত মুসলিমদের উদ্দেশ্য করে বলেছিলেন, ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি নীতি দরকার। যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আরএসএসের বার্ষিক দশেরা সমাবেশে আরএসএসের এই প্রধান ভারতের জনসংখ্যায় ‘ধর্ম-ভিত্তিক ভারসাম্যহীনতা’ এবং ‘জোর করে ধর্মান্তকরণ’র কথাও উল্লেখ করেছিলেন।
ভারতের শীর্ষস্থানীয় কয়েকজন মুসলিম নেতার সাথে সাক্ষাতের কয়েক সপ্তাহ পর মোহন ভগবত বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মের ভিত্তিতে জনসংখ্যার ভারসাম্য আনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়; যা উপেক্ষা করা যায় না।’
মোহন ভগবতের এমন মন্তব্যের জবাবে ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা-৫ এর বরাত দিয়ে বলেন, ভারতে মুসলমানদের সন্তান জন্মদানের মোট হার (টিএফআর) সর্বোচ্চ হ্রাস পেয়েছে।
এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি আরএসএস প্রধানকে নিখোঁজ হিন্দু মেয়ে শিশুদের নিয়ে কথা বলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মোহন ভগবতকে আহ্বান জানাতে চাই। ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের লাখ লাখ হিন্দু বোন নিখোঁজ রয়েছে। এটা সরকারের পরিসংখ্যান। কিন্তু তিনি এ বিষয়ে কথা বলবেন না।’
ওয়াইসি বলেন, মনে রাখবেন, হিন্দু রাষ্ট্র ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে। এটি ভারতের বিরুদ্ধে। তিনি বলেন, যেখানেই বিজেপি ক্ষমতায় আছে, সেখানে মনে হচ্ছে মুসলমানরা একটি খোলা কারাগারে বসবাস করছে।
Related News

পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জনRead More

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল)Read More