Main Menu

সিলেটে নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদ

সিলেটে নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদ
নিউজ ডেস্ক:
নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার এ কৃতিসন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টায় এলাকাবাসীর উদ্যোগে পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়সল মাহমুদ বলেন- ‘আজ আমাকে আপনারা যে ভালোবাসায় দিয়ে সিক্ত করলেন তা আমাকে দেশ ও জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই ভালোবাসা চিরদিন মনে রাখবো। তিনি আরও বলেন, আমাদের সমাজ ও দেশকে বদলাতে সবাইকে জাগ্রত থাকতে হবে। পাশাপাশি যানজট মুক্ত শহর, নিরাপদ সড়ক ও ফুটপাত গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই। আমরা যদি সচেতন হয়ে উঠি তাহলে সকল প্রকার দুর্ঘটনা কমে আসবে।’

 

সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান এর সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাহমুদুল হক, শাহেদ আরবী, সেলিম রানা, শাহজাহান খান, শমশের সিরাজ সুহেল, মঞ্জুর আলম, সাহেদ আলী ময়না, আফজাল সিরাজ পাবেল, শওকত আলী, মোতাহার হোসেন জিহাদ, কাশেম খান, এনামুর রহমান, মুর্শেদ খান, রোকন আহমদ, গোলাম জাহেদ, আবুল হোসেন খান, মোস্তাক খান, মুহিবুর রহমান খান মোকন, সুহেল আহমেদ, মুক্তাদির আলম এপলু, দেলোয়ার খান, হান্নান খান, মুহিবুর রহমান মুহিব, আবু বকর সিদ্দিক, রিজওয়ান খান, নওশাদ খান জীবন, তাহমিদ খান প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *