ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ে ৮৫ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়েছে ৮৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়ানের কারণে এ পর্যন্ত মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৮১ জনই ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা। উপকূলীয় লি কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, এই এলাকায় এ পর্যন্ত ৪২ জনের প্রাণহানি হয়েছে। আশপাশের চারটি কাউন্টিতে আরও ৩৯ জনের প্রাণহানি হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানিতে ভেসে গেছে। ঝড়ের পর বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এসব এলাকায় ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় আরও মৃতদেহ উদ্ধার হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার চার মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মাইল গতিবেগে (ঘণ্টায় ২৪০ কিলোমিটার) ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ভেসে গেছে। ভারী বৃষ্টিতে নজিরবিহীন বন্যা দেখা দেয় এই অঙ্গরাজ্যে।
ফ্লোরিডার পর শুক্রবার ঘূর্ণিঝড়টি সাউথ ক্যারোলিনা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে আঘাত হানে। পরে তা দুর্বল হয়ে যায়। নর্থ ক্যারোলিনা কর্তৃপক্ষ জানিয়েছে অঙ্গরাজ্যটিতে চারজনের প্রাণহানি হয়েছে। সাউথ ক্যারোলিনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি।
Related News

পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জনRead More

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল)Read More