ওসমানী বিমানবন্দর দিয়ে ‘চোখ উঠা’ যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ

ওসমানী বিমানবন্দর দিয়ে ‘চোখ উঠা’ যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ
নিউজ ডেস্ক:
শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পর ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষও বিদেশগামী যাত্রীদের চোখ উঠার লক্ষণ প্রকাশের সাতদিনের মধ্যে সম্ভব হলে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়- ভিসা সংক্রান্ত জটিলতা কিংবা জরুরী প্রয়োজনে চোখ উঠা যাত্রী ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ/যথাযথ ডাক্তারেরর শরণাপন্ন হয়ে উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ঔষধ এবং সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হতে হবে। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং উল্লিখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীদের ভ্রমণের ফিটনেস সার্টিফেকেট প্রদান করবেন।
এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম ‘চোখ ওঠা’য় আক্রান্ত যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়। এর একদিন পর ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ এ ধরণের নোটিশ জারী করলো।
Related News

রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন
পল্লব ভট্টাচার্য্য: প্রতি বছর রোজা এলেই নিত্যপণ্যের দামে আগুন লেগে যায়। এটা যেন বৈধ করেRead More

চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- গাদিশাইলRead More