Main Menu

জনসেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ : নাসির খান

জনসেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ : নাসির খান
নিউজ ডেস্ক:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দেয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। জননেত্রী শেখ হাসিনা তার উপর যে আস্থা রেখেছেন, সিলেট জেলা পরিষদে দলমতের ঊর্ধ্বে উঠে জনগনের সেবা প্রদানের মাধ্যমে দায়িত্ব পালন করে আমি সেই আস্থার মূল্যায়ন করতে সর্বদা সচেষ্ট থাকব। জনসেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।

বুধবার সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজারে শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় বিয়ানীবাজার উপজেলায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশানা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য আব্দুল বারী, জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা মিয়া, শামসুদ্দিন খান,আহমদ হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক হারুন রশীদ দিপু, আব্দুস শুক্কুর, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান, বিয়ানীবাজার পৌরসভার চেয়ারম্যান ফারুকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,শেওলা ইউপি সদস্য ফয়েজ খান।

গোলাপগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে এবং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারন সম্পাদক রফিক আহমদ, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা মেম্বারগণ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *