Main Menu

যুক্তরাষ্ট্রে মূলধারায় নির্বাচিত বাঙালিদের সংবর্ধনা আজ

যুক্তরাষ্ট্রে মূলধারায় নির্বাচিত বাঙালিদের সংবর্ধনা আজ
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, সিটি কাউন্সিল, কাউন্টি, স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রবিবার ভোরে সংবর্ধনা দেওয়া হবে।অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ প্রতিদিন ও এনওয়াই প্রতিদিন ডটকম।

নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসাচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও বেশি বাংলাদেশি। উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানটি হয়েছিল জ্যাকসন হাইটসে বিলাসবহুল পার্টি হল বেলাজিনোতে। তাতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

আয়োজকরা জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও ৩৭ জনের মতো আমেরিকান মূলধারায় বিভিন্ন স্থানে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। উঠতি কমিউনিটি হিসেবে এটা বাঙালির জন্য কম গৌরবের নয়। বহুজাতিক সমাজে বাঙালির উত্থানের এই অবিস্মরণীয় অধ্যায়কে ইতিহাসের অংশ হিসেবে পরিণত করার আগ্রহ থেকেই এই আয়োজন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশায় সাফল্য অর্জনকারীরা ছাড়াও এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন। এই বীর যোদ্ধাদের হাত থেকেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করা এসব জনপ্রতিনিধি। এ জন্যই তাদের ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে অভিহিত করা হয়েছে।

যারা সংবর্ধিত হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, মেলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউজার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ, মেলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান, আলাউদ্দিন পাটোয়ারী, মনসুর আলী মিঠু এবং রফিকুল ইসলাম জীবন, নিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান অ্যাট লার্জ মো. ফরিদউদ্দিন, মিশিগানের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ফিলাডেলফিয়া সংলগ্ন আপার ডারবির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, বস্টন সংলগ্ন হপকিন্টন সিটির সিলেক্টম্যান শহিদুল মান্নান, নিউজার্সির কাউন্সিলওম্যান সেপা উদ্দিন, হাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আবদুস মিয়া, এল্ডারম্যান দেওয়ান সরোয়ার এবং শেরশাহ মিজান, নিউজার্সির হেল্ডন সিটির কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ, টেক্সাসের রিফুজিয়ো কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার নিহাল রহিম র‌্যা, নিউইয়র্ক স্টেট কমিটিওম্যান জামিলা এ উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সাবুল উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, জুডিশিয়াল ডেলিগেট জামী এম কাজী, ফ্লোরিডার পামবিচ কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বোর্ড মেম্বার জুনায়েদ আকতার, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসেন, মূলধারায় বাংলাদেশিদের পথিকৃত মোর্শেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, মার্কিন কংগ্রেসে বাংলাদেশের বন্ধু কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্কের সিনেটর জেসিকা রেমোজ। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম । সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করবেন সিনেটর শেখ রহমান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নতুন প্রজন্মের প্রতিনিধি মার্জিয়া স্মৃতি।

বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসারের সার্বিক তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন খ্যাতনামা উপস্থাপক অসীম সাহা এবং কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *