মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের রাজনগরে জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের ২ ভাই মারা গেছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহতরা হলেন- উপজেলার উত্তরভাগ ইউনিয়নের তোলাপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)। আটককৃতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- দীর্ঘদিন যাবত সুনামপুর ও তোলাপুর গ্রামবাসীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দু’দল গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের চাকুর আঘাতে ৩ জন মারাত্মক হয়। আশঙ্কাজনক ভাবে তাঁদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর মারা যাওয়া দুইজনের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান- দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২ জন মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
Related News

উদ্বোধনের আগেই বাস টার্মিনালে ত্রুটি, তদন্ত কমিটি
নিউজ ডেস্ক: প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের কদমতলী আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল।Read More

বাহুবলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো-Read More