Main Menu

সৌদিতে হাজেরার রহস্যজনক মৃত্যু, মরদেহ ফিরিয়ে আনার দাবি

নিউজ ডেস্ক:
পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে গত জুন মাসে কাজের ভিসায় সৌদি আরবে যান নরসিংদীর রায়পুরার হাজেরা বেগম। কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলা হলেও পরে গৃহকর্মীর কাজে দেয়া হয় তাবে। সৌদি যাওয়ার এক মাস পরই খবর আসে মারা গেছেন হাজেরা। তার মৃত্যুর খবরে বিপাকে পরিবার। হাজেরার মরদেহ দেশে ফিরিয়ে আনতে রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হয়েও কোনও সুরাহা পাচ্ছে না বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, হাজেরার মরদেহ ফিরিয়ে আনতে রিক্রুটিং এজেন্সির কাছে বাররার ধর্না দিয়েও কোন লাভ হয়নি। তারা টালবাহানা শুরু করেছে, লাশ ফেরত আনার ব্যাপারে কোন কথাই কর্ণপাত করছে না। আমরা দ্রুত হাজেরার মরদেহ দেশে ফেরত এনে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

হাজেরার পরিবার সূত্রে জানা যায়, জুন মাসের শেষের দিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে গালফ ওভারসিজ নামক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান হাজেরা। তবে বিএমইটির ছাড়পত্রে উল্লেখ করা আছে জাবের ইন্টারন্যাশনালের নাম।

তার মৃত্যুর খবর পেয়ে সৌদির নিয়োগকর্তার কাছে কারণ জানতে চাওয়া হয়। সৌদি নিয়োগকর্তা জানান, অতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে মারা গেছেন হাজেরা। অন্যদিকে সৌদির একজন বাংলাদেশি কর্মী জানান, হাজেরা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে পরিবার। তা ছাড়া বিভিন্ন সময় হাজেরা নির্যাতনের কথাও জানিয়েছিল পরিবারকে। বিষয়টি দালাল ও এজেন্সিকে জানলেও কোনও সমাধান পায়নি পরিবার।

হাজেরার মামা হারুন জানান, দুজনের কাছ থেকে দুই রকম তথ্য পেয়েছি। আসলে কীভাবে কী হলো আমরা জানি না। এজেন্সির বনানীর অফিসে গিয়েছিলাম। তারা বিষয়টা দেখছে বলে জানালেও অনেক দিন হয়ে গেছে। ফোনে জানতে চাইলে কোনও উত্তর দিতে পারে না।

এ বিষয়ে জানতে গালফ ওভারসিজের স্বত্বাধিকারী মোস্তাক হোসেনকে ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে জাবের ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার এস এম এ মান্নান স্বীকার করেন, ওই এজেন্সি ভিসা নিয়ে এনে তাদের মাধ্যমে ম্যানপাওয়ার করিয়েছে। তবে হাজেরার পরিবারের পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

বিএমইটির এক কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *