ভিজিট ভিসা ইকামায় পরিবর্তনের খবর গুজব: সৌদি জাওয়াজাত
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত)।
সংস্থাটি বলছে, সৌদির ভিজিট ভিসাকে কোনো অবস্থায় ইকামায় পরিবর্তন করা যাবে না।
জানা যায়, সম্প্রাতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামাতে রূপান্তর করা যাবে। এমন একটি তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়িয়ে পড়ায় দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী প্রতারণার শিকার হচ্ছেন।
বিষয়টি সৌদি কর্তৃপক্ষর নজরে এলে জাওয়াজাত জানিয়েছে, মন্ত্রণালয় ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ইকামায় রূপান্তর করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।
প্রসঙ্গত, সম্প্রতি জাওয়াজাত থেকে জানানো হয়, ১৮ বছরের কম বয়সী নাগরিকদের অভিবাবকের ইকামা থাকলে তারা সেই নাগরিকদের ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করার সম্ভাবণাকে খতিয়ে দেখছে মন্ত্রণালয়। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More