Main Menu

ইতালি এমপি পদপ্রার্থীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময়

নিউজ ডেস্ক:
আসছে ২৫ সেপ্টেম্বর ইতালির জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দেশটির প্রবাসীবান্ধব রাজনৈতিক দল পারতিতো দি দেমোক্রাতিকোর (পিডি) সমর্থিত এমপি ও সিনেট পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন মার্কের তত্ত্বাবধানে ও উপস্থাপনায় সভায় রোম মিউনিসিপ্যালিটির ৫ ও ৬ নম্বর এলাকার এমপি প্রার্থী রোসেল্লা মুরোনি, আন্দ্রেয়া কাসো ও সিনেট পদপ্রার্থী আন্দ্রেয়া কাতারছি উপস্থিত ছিলেন।

এমপি প্রার্থীরা বলেন, ‘প্রবাসীদের সুযোগ সুবিধার বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার সাজিয়েছি। বিগত দিনে বিদেশিদের নিয়ে আমরা কাজ করেছি এবং এবারের র্নিবাচনে জয়যুক্ত হলে নাগরিকত্বসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কাজ করবো।’

মতবিনিময় সভায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা ৫ নম্বর মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট মাউরো কালিস্তের সভাপতিত্বে ইতালিয় ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ‌ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *