Main Menu

ব্রুকলিনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির ‘মেজবান’ উৎসব

ব্রুকলিনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির ‘মেজবান’ উৎসব

নিউজ ডেস্ক:
নিউজার্সির ব্রুকলিনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির উদ্যোগে “মেজবান” অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার প্রায় দুই হাজারের অধিক লোকের সমাগমে মেজবানটি ছিলো সত্যিই দেখার মতো। মেজবানটি শুধুমাত্র নিউজার্সির নয় আশেপাশের বিভিন্ন রাজ্য এবং শহর থেকে অনেকেই অংশগ্রহন করেন।

মেজবানে পেনসিলভেনিযার ফিলাডেলফিয়া এবং আপার ডার্বীর, ডেলওয়্যার, নিউজার্সির টেরেন্টটন এবং প্যার্টারসন, নিউ ইর্য়ক, কানেকটিকেট এবং ওয়াসিংটন ডিসির অনেকেই এবং প্রায় সবাই পরিবার নিয়েই অংশগ্রহণ করেন।

মেজবানটি শুরু হয় সন্ধ্যা ৭ ঘটিকায় এবং শেষ হয় রাত ১ টারও পরে। মেজবানে মূল আকর্ষণ ছিলো রাতের খাবার। খাবারের মধ্য ছিলো দু’রকম সাধা ভাত, গরু এবং মুরগীর মাংস, ডাল, সবজী এবং সালাদ। এছাড়াও চোখে পড়ার মতো ছিল অত্যন্ত সুন্দর করে সাঁজানো চায়ের স্টোল এবং পান বিতরণ।

রাতের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যা আগত অতিথিরা উপভোগ করেন পরিবারের সদস্যদের নিয়ে।

আগত অতিথিরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।

সর্বশেষ আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহনকারী সকল অতিথিদের ধন্যবাদ প্রদান এবং ভবিষ্যতেও এই ধরনের আয়োজন করার ঘোষণা দেয়া হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *