Main Menu

দুবাইয়ে চন্দ্রের পৃষ্ঠে হাঁটবে মানুষ

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। আর এই দুবাইয়ে হতে যাচ্ছে চাঁদের আকৃতির রিসোর্ট। বুর্জ খলিফার মতো শো থাকবে, অতিথিরা শূন্য মাধ্যাকর্ষণ অনুভব করতে পারবে। ‘চন্দ্রের পৃষ্ঠে’ হাঁটতে বা রোভারে চড়ে যেতে সক্ষম হবেন অতিথিরা।

মাত্র ১২ জন মানুষ চাঁদে গিয়েছে। কিন্তু কি হবে যদি চন্দ্র অভিজ্ঞতাকে পৃথিবীতে নামিয়ে আনা যায় লক্ষ লক্ষ মানুষের জন্য।

চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দুবাইয়ে। পর্যটকদের আকৃষ্ট করতেই এটি বানানো হচ্ছে। এতে সেখানে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি মিলবে।

জানা গেছে, মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর) নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সান্দ্রা জি ম্যাথুস ও মিখায়েল আর হ্যান্ডারসন জানান, প্রস্তাবিত রিসোর্টের ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *