Main Menu

ইইউ-তে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর প্রবেশ

নিউজ ডেস্ক:
চলতি বছরের প্রথম আট মাসে অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-র দেশগুলোতে এক লাখ ৮৮ হাজার ২০০ জন অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন৷ সীমান্ত পাড়ি দিয়ে এমন ব্যক্তিদের প্রবেশ ২০১৬ সালের পর থেকে সর্বোচ্চ বলে জানিয়েছে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড- ফ্রন্টেক্স৷

সংস্থাটি জানায়, ২০১৬ সালের পরের বছরগুলো বিবেচনায় নিয়ে দেখা গেছে, কোনো বছরের প্রথম আট মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে এতে অভিবাসনপ্রত্যাশী ইইউর দেশগুলোতে প্রবেশ করেননি৷

সংস্থাটির হিসেব মতে, অভিবাসনপ্রত্যাশী প্রবেশের এই সংখ্যা ২০১৬ সালের পর শতকরা ৭৫ ভাগ বেড়েছে৷

বহিঃসীমান্ত পাড়ি দিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনিয়মিতভাবে অভিবাসী হতে ইচ্ছুকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে প্রবেশের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে৷

যেমন গত আগস্ট মাসে ইইউর দেশগুলোতে অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে ৩২ হাজার ৮০০জন অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন৷

ফ্রন্টেক্সের পরিসংখ্যান বলছে, চলতি বছরের আগস্ট মাসে এভাবে প্রবেশ করা ব্যক্তির এই সখ্যা গত বছর, অর্থাৎ ২০২১ সালের আগস্ট মাসের তুলনায় শতকরা ৩৫ ভাগ বেশি৷

ফ্রন্টেক্স জানায়, আগস্টের শেষ পর্যন্ত অভিবাসনপ্রত্যাশীর আগমন পর্যালোচনা করে দেখা গেছে, পশ্চিম বলকান রুট দিয়ে সবচেয়ে বেশি মানুষ ইইউর দেশগুলোতে প্রবেশ করেছেন৷ উল্লেখিত সময়ে মোট ৮৬ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী পশ্চিম বলকান রুট দিয়ে প্রবেশ করেছেন৷

দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য-ভূমধ্যসাগর৷ উল্লেখিত সময়ে সাগর পাড়ি দিয়ে মোট ৫৩ হাজার অভিবাসনপ্রত্যাশী ইইউর দেশ ইটালিতে প্রবেশ করেছেন৷

তাছাড়া ২৫ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী পূর্ব-ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ করেছেন বলে জানা গেছে৷

সংস্থাটি জানায়, চলতি বছরের প্রথম দশ মাসে ইইউর দেশগুলোতে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে মোট ৪১ হাজার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *