১০ বছর মেয়াদী ভিসা দিচ্ছে থাইল্যান্ড, সুবিধা কী, যোগ্য কারা?

নিউজ ডেস্ক:
বিদেশী পর্যটকদের জন্য ১০ বছর মেয়াদী অভিবাসী ভিসা দিচ্ছে থাইল্যান্ড। গত ১ সেপ্টেম্বর থেকে এ ভিসা আবেদন গ্রহন শুরু করেছে দেশটির ট্যুরিজম কর্তৃপক্ষ।
এই ভিসার অন্যতম আরও একটি সুবিধা হচ্ছে ভ্রমণকালে ভিসাধারীরার থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম শ্রেণির সেবা পাবেন এবং পুন:প্রবেশের অনুমতি দরকার হবে না।
টিএটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যোগ্য কারা:
ক) বিশ্বের ধনাঢ্য ব্যক্তি যাদের সম্পদের পরিমান এক মিলিয়ন মার্কিন ডলার, দুই বছরের মধ্যে ব্যক্তিগত আয় ৮০ হাজার মার্কিন ডলার বা এর চেয়ে বেশি এবং পাচ লাখ মার্কিন ডলার এর বেশি বিনিয়োগ থাইল্যান্ডে আছে।
খ) এছাড়া অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক যিনি বছরে ব্যক্তিগতভাবে কমপক্ষে ৮০ হাজার মার্কিন ডলার আয় করেন।
গ) থাইল্যান্ডের কর্মজীবী মানুষ যার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং বিগত দুই বছরে বার্ষিক আয় ৮০ হাজার মার্কিন ডলার এবং আইনগতভাবে নিবন্ধিত কোম্পানির বিগত তিন বছরের আয় কমপক্ষে ১৫০ মিলিয়ন ডলার।
ঘ) পাঁচ বছরের অভিজ্ঞতাসহ নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের দক্ষতা সম্পন্ন অভিজ্ঞ পেশাজীবী যার বার্ষিক ব্যক্তিগত আয় ৮০ হাজার মার্কিন ডলার।
ঙ) এলটিআর ভিসাধারীর স্ত্রী ও ২০ বছরের কম বয়সী সন্তান-সন্তানাদির সর্বোচ্চ চারজন এই সুবিধা ভোগ করতে পারবেন।
থাইল্যান্ডের এলটিআর ভিসার কতিপয় সুবিধা:
১) ১০ বছর মেয়াদী ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ
২) প্রতি নব্বই দিনের পরিবর্তে বছরে একবার ইমিগ্রেশনকে অভিবাসন তথ্য জানানো।
৩) থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম শ্রেনীর সেবা।
৪) একাধিক ভ্রমণে অনুমতি
৫) থাইল্যান্ডে কাজের সুযোগ (ডিজিটাল কাজের অনুমতি)
৬) সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ব্যক্তিগত আয়ের কর কমিয়ে ১৭ শতাংশ নির্ধারণ
৭) চার থাই নাগরিক সমানে একজন বিদেশিী কর্মচারীর অনুপাত থেকে অব্যাহতি।
থাই এলটিআর ভিসা সম্পর্কে আরও তথ্য: http://tr.boi.go.th/index.html
Related News

পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জনRead More

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল)Read More