সৌদিতে অস্ত্রের মুখে ছিনতাই, দুই বাংলাদেশিসহ প্রবাসী গ্যাং গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে বন্দুকের মুখে ব্যাংক গ্রাহকদের ছিনতাইকারী অভিযুক্ত প্রবাসীদের একটি দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের। এর মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইথিওপিয়ান, সিরিয়ান এবং বাংলাদেশি। ইথিওপিয়ানদের মধ্যে পাঁচজন দেশের সীমানা লঙ্ঘন করে দেশে ঢুকে পড়েছিল।
৫ ইথিওপিয়ান বন্দুকের মুখে ব্যাংক গ্রাহকদের জিম্মি করে অর্থ লুট করে এবং তাদের কাছে থাকা সমস্ত অর্থ চুরি করে।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে যে, পুলিশ অপরাধীদের আশ্রয় দেওয়া এবং তাদের সিম কার্ড সরবরাহ করার জন্য ইথিওপিয়ান এবং সিরীয় জাতীয়তার চারজনকে এবং দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চারটি চুরি যাওয়া গাড়ি ব্যবহার করেছিল। এসব গাড়ি উদ্ধার করা হয়েছে। উপরন্তু, সন্দেহভাজনদের কাছ থেকে ৩৮৭ টি সিম কার্ড ও অস্ত্র উদ্ধার করেছে মন্ত্রণালয়। পুলিশ তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
Related News

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রাক থেকে ২৩ বাংলাদেশি উদ্ধার
নিউজ ডেস্ক: অবৈধভাবে ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার সময় ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।Read More

কর্মী নিয়োগে ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়ন করবে মালয়েশিয়া
নিউজ ডেস্ক: কর্মী নিয়োগে বাংলাদেশের ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়ন করবে মালয়েশিয়া। ২০ মার্চ সোমবার দুইRead More