বাংলাদেশিসহ ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:
স্থানীয় আইনের লঙ্ঘনসহ নানা অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত চলমান নিরাপত্তা অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল এসব প্রবাসী কর্মীকে। এসব অভিবাসীরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিসরের নাগরিক।
কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈধ বাসস্থান থাকা সত্ত্বেও যাদের আয়ের উৎস নেই তারা অধিকাংশই প্রান্তিক কর্মী। এক মালিকের ভিসায় এসে অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনের লঙ্ঘন। এছাড়া মাদক বেচাকেনা, ট্রাফিক আইন লঙ্ঘন, ভিক্ষাবৃত্তি ও পতিতাবৃত্তিসহ নানা অপরাধে জড়িত থাকার দায়ে অভিযানে বিভিন্ন দেশের ১৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনে কুয়েতে বসবাসকারী বিদেশি (প্রবাসী) ধারা ১৬ সক্রিয় করতে শুরু করেছে দেশটির সরকার।
উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ ভিত্তিতে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে কুয়েত সরকার। তবে ঠিক কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তা জানা যায়নি।
Related News

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More

ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More