Main Menu

১১ বাংলাদেশিকে আটক করল ভারতীয় পুলিশ

নিউজ ডেস্ক:
১১ বাংলাদেশিকে আটক করল ভারতীয় পুলিশ
অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের দায় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এল ডারলং সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান।

তিনি বলেন, খবরের ভিত্তিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে আগরতলা শহরের রামনগর ৫নং এলাকা থেকে আর্মি ইন্টেলিজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়- কাজের সন্ধানে তারা ত্রিপুরায় প্রবেশ করেছেন। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করেন। তবে আটকদের কাছে পাসপোর্ট-ভিসা বা কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রকৃতপক্ষে কি কারণে তারা এসেছে তা জানার চেষ্টা চলছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *