Main Menu

যেকোনো সময় ভেঙে পড়তে পারে শহীদ মিনারটি

নিউজ ডেস্ক:
যেকোনো সময় ভেঙে পড়তে পারে শহীদ মিনারটি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল অবস্থা। মাটি ধসে গিয়ে অনেকটা পুকুরের দিকে হেলে পড়েছে মিনারটি। যেকোনো সময় শহীদ মিনারের মূল স্তম্ভ ভেঙে পুকুরে পড়তে পারে। তাই দ্রুত সংস্কার কিংবা নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদদের স্মরণে উপজেলা সদর ইউনিয়নে ডাকবাংলো সড়কের জেলা পরিষদের পুকুরপাড়ে শহীদ মিনার নির্মাণ করা হয়। ২০১৩ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ১৩ লাখ টাকা ব্যয়ে পুরাতন শহীদ মিনার ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণ করেন। কিন্তু সম্প্রতি শহীদ মিনারের পেছনের মূল বেদির অংশ ধসে গেছে।

জগন্নাথপুর এলাকার বাসিন্দা জুয়েল মিয়া বলেন, জগন্নাথপুর উপজেলার একমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের অংশে ধস দেখা দিয়েছে। যে কোনো মূল স্তম্ভ ভেঙে পুকুরে পড়তে পারে। আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী বলেন, জগন্নাথপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটিতে বড় আকারে ধস দেখা দিয়েছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন ধরে উপজেলা সদরে পুরাতন শহীদ মিনারের জায়গায় নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, জগন্নাথপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটিতে ধস দেখা দেওয়ার কারণে ঝুঁকিতে রয়েছে। এটি সংস্কার না করে নতুন শহীদ মিনার নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *