ইয়েমেনে অপহৃত বাংলাদেশি, মুক্ত করতে আকুতি

আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে অপহরণের শিকার বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করতে জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। ছয় মাস ধরে আমি কোথায় আটক আছি জানি না। আমার পরিবারও জানে না আমি কোথায় আছি। আমি খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে আমাকে মেরে ফেলা হতে পারে।
সুফিউলের ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেছে তাঁর অপহরণকারীরা। পরে গত শনিবার সেটি সামনে আনে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
ভিডিওতে সুফিউল আরও জানিয়েছেন, ‘আমি যদি মারা যাই, আমার পরিবার জানতে পারবে না। আমি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও আর্থ্রাইটিসের মতো জটিল সব রোগে ভুগছি। আমার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নেওয়া প্রয়োজন।’
সুফিউল আরও জানান, সেখানে তাঁর অন্য সহকর্মীরাও আটক রয়েছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়ে এই বাংলাদেশি বলেন, ‘আপনারা এগিয়ে আসুন এবং আমার অপহরণকারীদের দাবিগুলো মেনে নেন।’
গত ৯ আগস্ট ভিডিওটি ধারণ করা বলে জানান সুফিউল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আপনারা যদি দাবিগুলো মেনে নেন, তাহলে আজই আমাদের মুক্তি সম্ভব। তা না হলে আমাদের মরদেহগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন।’
ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন সুফিউল। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তাঁকে দেশটির আবইয়ান প্রদেশের মুদিয়াহ শহরের কাছ থেকে অপহরণ করা হয়। সুফিউলের সঙ্গে অপহরণের শিকার হন জাতিসংঘের আরও চার কর্মী। এরপর ছয় মাসের বেশি সময় পেরোলেও সন্ধান পাওয়া যায়নি সুফিউলের।
Related News

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির মতবিনিময়
বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেনRead More

দুবাইয়ে আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এরRead More