কানাডায় ভয়াবহ ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:
কানাডায় ভয়াবহ ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫
কানাডায় দুই ব্যক্তির ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশকিছু লোক। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। কানাডার মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
কানাডার পুলিশের বরাত দিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি এবং আলজাজিরা।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, রবিবার জরুরি ফোন কল পেয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ছুরি হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, আরও বেশ কয়েকজন ভুক্তভোগী নিজে থেকেই হাসপাতালে গেছেন। আমরা এ ছুরি হামলায় জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তি ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনকে খুঁজছি। একই সাথে আমরা সাসকাচোয়ান এবং আমাদের প্রতিবেশী প্রদেশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলছি।
কর্মকর্তারা বলেছেন যে দুই ব্যক্তিকে, তাদের বয়স আনুমানি ৩০ বছর। শেষবারের মতো একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে।
এ ঘটনার পর সাসকাচোয়ানের পুলিশ একটি প্রদেশ-ব্যাপী বিপজ্জনক ব্যক্তিদের সতর্কতা জারি করেছে। প্রতিবেশী আলবার্টা এবং ম্যানিটোবার কর্তৃপক্ষ যা ইউরোপের প্রায় অর্ধেক আয়তনের একটি বিস্তীর্ণ অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের বাড়ির ভিতরে থাকতে বলা হচ্ছে এবং হিচাইকারদের তোলা এড়াতে বলা হচ্ছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে পৃথক পৃথক এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।’
Related News

পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জনRead More

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল)Read More