সাঈদ উর রহমানকে নিউজার্সি স্টেট আ.লীগের বিদায়ী সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান’র স্থায়ীভাবে বাফালো সিটি গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা সভা করেছে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ। গত শুক্রবার রাতে নিজার্সির হেলডন সিটির ৩৪৭ বেলমন্ট এভিনিউতে ‘ফ্লামিন গ্রিল’ রেঁস্তোরায় ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী।
নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় ওই সভায় পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, দিলোয়ার হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক তাজ উদ্দীন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান রুমন, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান,
তথ্য ও গবেষনা সম্পাদক, শাহাব উদ্দীন, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি সায়েক হোসেন, সাধারণ সম্পাদক নাহাত চৌধুরী সানিয়াত, যুগ্ন সাধারন সম্পাদক রাজু খান, আওয়ামী লীগ নেতা আখলাকুল আম্বিয়া চৌধুরী, আজিজুর রহমান, বিশ্বজিৎ সাহা, সাইফুল ইসলাম, সাহেক আহমেদসহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More