প্রেমের টানে সিরাজগঞ্জে ইন্দোনেশিয়ান তরুণী
নিউজ ডেস্ক:
প্রেমের টানে সিরাজগঞ্জে ইন্দোনেশিয়ান তরুণী
প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ছুটে এসেছেন সিতি নুরানি নামে এক ইন্দোনেশিয়ার তরুণী। উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের যুবক আনোয়ার হোসেনের কাছে এলে ইসলাম ধর্ম অনুযায়ী তাদের বিয়ে দেয়া হয়েছে।
সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানার কেটরোসনা গ্রামের বাসিন্দা। মালয়েশিয়ার একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত তিনি। আনোয়ার হোসেন গোপালপুর গ্রামের নওজের আলীর ছেলে।
জানা গেছে, তিন বছর আগে সিতি নুরানির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়া প্রবাসী আনোয়ারের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। সম্প্রতি দেশে এসে বাংলাদেশের নিয়মকানুন মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
Siti-2
আনোয়ার হোসেন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব থেকে সিতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় মওলানার মাধ্যমে দেশের রীতি ও মুসলিম শরিয়াহ মেনে বিয়ে করেছি।’
ইন্দোনেশিয়ার তরুণী সিতি নুরানি বলেন, ‘বাবা-মায়ের অনুমতি নিয়েই বিয়ে করেছি। স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করেছি। সবার কাছে দোয়া চাই। এখানে এসে খুব ভালো লাগছে।’
এদিকে ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরাও। আনোয়ারের মা বলেন, ‘আমার পুত্রবধু খুবই ভালো। সে আমাকে মা বলে ডাকে। তার জন্য সবার কাছে দোয়া চাই।’
Related News
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্সRead More