জকিগঞ্জে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক:
জকিগঞ্জে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু
জকিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে পড়লে বাস চাপায় এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত শিক্ষার্থীর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। এঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার আটগ্রাম এলাকায় এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অনিকা পরিবহন নামে একটি বাস উপজেলার আটগ্রাম স্টেশনে আসামাত্র বেপরোয়া গতিতে একটি দোকানে ঢুকে যায়। এসময় দুই স্কুল ছাত্রীকে চাপা দেয় বাসটি। এতে প্রাণ হারায় ঐ শিক্ষার্থী।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহ.মাজার জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান
নিউজ ডেস্ক: আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী’র মাজার জিয়ারত করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More

কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়
নাজমুল ইসলাম মকবুল: সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনেRead More