Main Menu

লিবিয়ায় সহিংসতায় নিহত ২৩

নিউজ ডেস্ক:
লিবিয়ায় সহিংসতায় নিহত ২৩
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাজনৈতিক বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন।

রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির দুই প্রতিদ্বন্দ্বী সরকারের প্রতি অনুগত মিলিশিয়ারা শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন। বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সংঘর্ষের আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটিতে গত দুই বছরের মধ্যে এই সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এর ফলে দেশটিতে ফের গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, প্রাচ্য-সমর্থিত নতুন প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার সমর্থকরা ত্রিপোলির কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী আবদুলহামিদ দ্বইবাহারের অনুগত বাহিনী এখনও শহরের বড় অংশ দখল করে আছে।

জাতিসংঘ লিবিয়ায় রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। সূত্র: আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *