অভিবাসনবিরোধী আন্দোলন, দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে প্রবাসীরা
নিউজ ডেস্ক:
অভিবাসনবিরোধী আন্দোলন, দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে প্রবাসীরা
বেকারত্ব বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকায় চলছে অভিবাসনবিরোধী আন্দোলন। চলমান এ আন্দোলনের কারণে আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার (২৭ আগস্ট) দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গে ‘অপারেশন ডুডুলা’ নামে অভিবাসনবিরোধী আন্দোলন শুরু হয়। এতে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিল ও সমাবেশ করেন বিক্ষোভকারীরা। দেশটির অন্যান্য শহরেও অভিবাসনবিরোধী নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয় নাগরিকরা।
কাজ না পাওয়ায় বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসিদের ফিরিয়ে দেয়ার দাবিতে দুদিন ধরে চলছে স্থানীয়দের এ আন্দোলন। বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতি এড়াতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে দেশটির প্রশাসন।
এদিকে অপারেশন ডুডুলা আন্দোলনের কারণে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
তবে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More