Main Menu

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বাংলাদেশি দম্পতিকে বড় অংকের জরিমানা

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বাংলাদেশি দম্পতিকে বড় অংকের জরিমানা।

ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহান্তে কৃষি-সনাক্তকারী ইউএস কাস্টমসের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হ্যারি যুক্তরাষ্ট্রে আমদানি-নিষিদ্ধ ৪৪ পাউন্ড ওজনের একটি বিশাল চালানের সন্ধান পেয়েছে।

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ই আগস্ট বাংলাদেশ থেকে আগত এক বাংলাদেশি দম্পতি ব্যাপক তল্লাশির শিকার হয়েছেন। ইউএস কাস্টমসের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হ্যারি অঘোষিত এবং যুক্তরাষ্ট্রে আমদানি-নিষিদ্ধ ৪৪ পাউন্ড কাঁচা গরুর মাংস, শুকনা চাল. শাক-সবজি ও বিভিন্ন জাতের বীজ শনাক্ত করে। আগত বাংলাদেশি দম্পতিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়।

বিমানবন্দরে অবতরণের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশ থেকে আগত দুজন তাদের লাগেজে শনাক্ত করা মালামালের বিষয় অস্বীকার করেন। পরর্বতিতে কুকুর হ্যারি তা শনাক্ত করে।

অবৈধভাবে আমেরিকায় আনা কৃষি বিদেশী প্রাণী বা উদ্ভিদ রোগ এবং আক্রমণাত্মক পোকামাকড় বা আগাছা প্রবর্তন করতে পারে। সেইজন্য সমস্ত জিনিসপত্র ধ্বংস করা হয়েছে।

গত বছর, ১ লাখ ২০ হাজারের বেশি নিষিদ্ধ আইটেম এবং এই বছরের প্রথমার্ধে ৯৬ হাজারের বেশি আইটেম সনাক্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *