আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্বনাথ ফ্লাড আপিলের অর্থ বিতরণ

নিউজ ডেস্ক:
আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্বনাথ ফ্লাড আপিলের অর্থ বিতরণ।
বিশ্বনাথের প্রবাসীদের উদ্যোগে বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর আয়োজনে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে বত্রিশ লক্ষাধিক টাকা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার উপজেলার অলংকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চুয়াল্লিশ পরিবারের হাতে তুলে দেয়া হয় নগদ এক হাজার টাকা করে।
উপজেলার বৃহত্তর কামাল বাজার এলাকার আলহাজ¦ তাহির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিতরণপূর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
বক্তব্যে তিনি বলেন বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব সুনামের সাথে করে যাচ্ছেন আমাদের প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা। তারা আমাদের অহংকার ও গর্বের ধন। তারা নিজ মাতৃভুমির আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের সহযোগিতা করে যাচ্ছেন প্রতিনিয়ত। শুধু তাই নয় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের অবদানই সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন প্রবাসীরা বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারসমুহের সহযোগিতায় যে বিশাল ফান্ড নিয়ে এগিয়ে এসেছেন তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করি আমরা। তাদের জন্য প্রতিনিয়ত সকলেই দোয়া করবেন কায়মনোবাক্যে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ আলতাব আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মোঃ আজম আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আখলিছ আলীসহ এলাকার বিশিষ্টজনরা।
আলোচনা সভা শেষে সকল প্রবাসী ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে অলংকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চুয়াল্লিশ পরিবারের হাতে বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর পক্ষ থেকে তুলে দেয়া হয় নগদ এক হাজার টাকা করে।
Related News

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহ.মাজার জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান
নিউজ ডেস্ক: আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী’র মাজার জিয়ারত করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More

কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়
নাজমুল ইসলাম মকবুল: সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনেRead More