হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক:
হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন।
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শুকুর মিয়া (৪৫) খুন হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে তারই আপন বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে শুকুর মিয়া কৃষি কাজের জন্য বাড়ির পাশ্ববর্তী হাওরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে শাহাজাহান মিয়াসহ আরো কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মতুর্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
Related News

ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট
নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়ন সময়ের বিকট শব্দে বিমানের একটি বোয়িং উজোজাহাজের চাকাRead More

সিলেটে চলছে জমজমাট ইসলামি বইমেলা
নিউজ ডেস্ক: ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সিলেটে শুরু হয়েছে চতুর্থ ইসলামি বইমেলা। দুপুরRead More