ভিডিওকলে প্রেমিকার সামনে প্রবাসীর প্রেমিকের আত্মাহুতি

নিউজ ডেস্ক:
ভিডিওকলে প্রেমিকার সামনে প্রবাসীর প্রেমিকের আত্মাহুতি ।
ভিডিওকলে প্রেমিকার চোখের সামনে শরীরে আগুন ধরিয়ে দেন কাতার প্রবাসী শেখ সুমন (২৫)। গত সোমবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা শেখ সুমন চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ছবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শেখ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে কাতার প্রবাসী সুমন দোহার উপজেলায় বসবাসরত তার প্রেমিকার (১৮) সঙ্গে ভিডিওকলে কথা বলতে বলতে নিজের শরীরে পেট্রল ঢেলে নিজেই আগুন ধরিয়ে দেন। পরে অগ্নিদগ্ধ মুমূর্ষু অবস্থায় তাকে কাতারের হামাদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে সুমন কার পেইন্টারের কাজ শিখে কাতারে চাকরিতে যান। গত এক বছর ধরে দোহার উপজেলার এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই কাতার প্রবাসী তার অভিভাবকদের ওই তরুণীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে বারবার অনুরোধ করেন এবং কনেকে আংটি পরানোসহ বিয়ের প্রাথমিক কাজ সম্পাদনের জন্য কয়েক দফায় টাকাপয়সাও পাঠান সুমন।
মঙ্গলবার প্রবাসী প্রেমিকের আপন চাচা শেখ আলমগীর জানান, সম্প্রতি ওই প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে প্রবাসী প্রেমিক অনুরাগে ও ক্ষোভে ফেটে পড়েন। সে কাতার দেশের একটি পাম্প থেকে ৫ লিটার পেট্রল আনেন। ওই দেশের একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রেমিকাকে ভিডিওকল করে নিজের শরীরে পেট্রল ঢালতে থাকেন। পরে হাত উঁচু করে একটি গ্যাস লাইটের আগুন জ্বালানো মাত্র তার সারা শরীর আগুনে ছেয়ে যায়।
এসময় সুমনের কাছে থাকা মোবাইল ফোনটি বিকট শব্দে ব্রাস্ট হয়। পরে প্রেমিকা প্রবাসীর অভিভাবকদের কাছে ফোন করে বিষয়টি জানিয়ে দেন। এরপর অনেক চেষ্টা করেও সুমনকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, প্রবাসী সুমনের আত্মাহুতি অত্যন্ত বেদনাদায়ক। তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News

ইংল্যান্ড থেকে ফ্রান্সে অভিবাসী ‘পাচার’, গাড়িচালকের কারাদণ্ড!
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইংল্যান্ড থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে ফ্রান্সে পাচারের দায়ে গাড়িচালককে এক বছরের জামিনRead More

জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় ৩০ জানুয়ারি সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসীRead More