যে কারণে ডেলিভারিম্যানের সাথে সাক্ষাৎ করলেন দুবাইয়ের যুবরাজ

নিউজ ডেস্ক:
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের আলোচিত হিরো তালাবাতের পাকিস্তানি ডেলিভারি ম্যান আবদুল গফুরের সাথে যুক্তরাজ্য থেকে ফিরে বৃহস্পতিবার (১১ আগস্ট) দেখা করলেন।
শেখ হামদান তাঁর টুইটার একাউন্টে আবদুল গফুরের সাথে তোলা ছবি পোস্ট করে বলেছেন, ‘আপনার সাথে দেখা করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আপনি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’
উল্লেখ্য, গত মাসে দুবাইয়ের আল কুজে একটি ব্যস্ত জংশনে আগে কোন ট্রাক থেকে পড়ে যাওয়া দুটি কংক্রিট এর ভারী ব্লককে তিনি ট্রাফিক সিগনালে থামানো তার বাইক থেকে নেমে দৌড়ে গিয়ে সরিয়ে এসেছিলেন।
এই দৃশ্যটি তার অলক্ষ্যে কেউ একজন ভিডিও করে ইনস্টাগ্রাম শেয়ার করলে সে সময় লন্ডনে থাকা ক্রাউন প্রিন্সের নজরে তা পড়ে। ক্রাউন প্রিন্স ভিডিওটি শেয়ার করে লিখেন, ‘কেউ কি আমায় দুবাইর এই মহৎপ্রাণ মানুষটিকে খুঁজে দিতে পারেন?’
এর কিছুক্ষণ পরই তিনি আরেকটি পোস্ট দিয়ে জানান মহৎ প্রাণ মানুষটির সন্ধান মিলেছে।’ ক্রাউন প্রিন্স যুক্তরাজ্য থেকে তাকে ফোন করে ভাল কাজটির জন্য অভিনন্দন জানান। এবং বলেন যে ফিরে এসে তিনি তার সাথে দেখা করতে চান।
Related News

ইংল্যান্ড থেকে ফ্রান্সে অভিবাসী ‘পাচার’, গাড়িচালকের কারাদণ্ড!
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইংল্যান্ড থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে ফ্রান্সে পাচারের দায়ে গাড়িচালককে এক বছরের জামিনRead More

জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় ৩০ জানুয়ারি সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসীRead More