মিশিগানের পথমেলা যেন ‘মিনি বাংলাদেশ’

নিউজ ডেস্ক:
আমেরিকার মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে পথমেলা। হ্যামট্রামিক সিটির ডাইভার সিটি ফেস্টিভালের আয়োজনে শুরু হওয়া এ মেলায় ইতোমধ্যে ঢল নেমেছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির। পুরো মেলা পরিণত হয়েছে মিনি বাংলাদেশে।
হ্যামট্রামিকের বাংলাদেশ এভিনিউয়ে শুরু হওয়া এ মেলায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসছেন। বেশির ভাগই এসেছেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে।
এবারের মেলার ৪০টি স্টলের বেশির ভাগেই শোভা পাচ্ছে বিভিন্ন বাংলাদেশি পণ্য। চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন এজেন্সিও স্টল খুলে বসেছে এ মেলায়।
মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া, মুখরোচক বিভিন্ন রকমের আচার ও মিষ্টি পানসহ দেশীয় হরেক রকমের খাবারের স্টলগুলোতে। মেলাতে সবার নজর কেড়েছে শুটকি ভর্তার স্টল।
রবিবার শেষ হবে এ মেলায়। মেলার শেষ দিনে গান শোনাবেন বাউল শিল্পী জিল্লুর রহমান ও লাবনী আক্তার।
মেলার আয়োজকরা জানান, মেলার প্রথম দিন তেমন দর্শনার্থী না থাকলেও ছুটির দিন শনিবার বিকেল থেকে মানুষের ঢল নামে। শুধু বাংলাদেশিরাই নয় অন্য দেশের মানুষরাও এ মেলায় এসেছেন কেনাকাটা করতে।
মেলার আয়োজকদের পক্ষ থেকে স্কুল শিক্ষার্থীকে বিনামূল্য দেওয়া হবে স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল। আর র্যাফেল ড্র’র বড় পুরস্কার গাড়িসহ থাকছে নানা আকর্ষণীয় পুরস্কার।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন মেলার উদ্যোক্তা নাজেল হুদা, সাদাত হোসেন মিন্টু, মাহবুব রাব্বি খান, শোভন, আফাজ, সাইফুল ও পারভেজ।
Related News

ইংল্যান্ড থেকে ফ্রান্সে অভিবাসী ‘পাচার’, গাড়িচালকের কারাদণ্ড!
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইংল্যান্ড থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে ফ্রান্সে পাচারের দায়ে গাড়িচালককে এক বছরের জামিনRead More

জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় ৩০ জানুয়ারি সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসীRead More