এশিয়া সফর শুরু করছেন পেলোসি

নিউজ ডেস্ক:
তাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। এ নিয়ে সৃষ্ট বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে দৃশ্যত ওই সফরের কর্মসূচি বাদ দিয়েছেন পেলোসি। তবে এশিয়া সফর শুরু করছেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার এশিয়া সফরে বের হচ্ছেন পেলোসি। স্পিকারের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কংগ্রেস প্রতিনিধি দলের সফরে নেতৃত্ব দিচ্ছেন পেলোসি। বিবৃতিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপানের কথা উল্লেখ থাকলেও তাইওয়ানের কথা উল্লেখ নেই।
পেলোসির সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পারিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনের বিষয়াদি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ক কমিটির সভাপতি গ্রেগরি মিকসও রয়েছেন।
সম্প্রতি চীন পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগের হুঁশিয়ারি দেয়। বেইজিংয়ের দাবি- ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাপন্থিদের উসকে দিচ্ছে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইপেকে রক্ষায় আইনগতভাবে সহায়তা দিতে বাধ্য যুক্তরাষ্ট্র।
Related News

ইসরাইলের সমালেচনা: ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করেছে রিপাবলিকানRead More

মাল্টার জলসীমানায় মিলল ৮ অভিবাসীর মরদেহ, জীবিত উদ্ধার ৪৬
বিদেশবার্তা২৪ ডেস্ক: মাল্টার জলসীমানা থেকে আট জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা এছাড়াও প্রায়Read More