আমিরাতে বন্যায় বাংলাদেশির মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এস এম সাজ্জাদ (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফুজাইরার পুলিশ।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম ফরিদ আহম্মদের ছোট ছেলে এস এম সাজ্জাদ। তিন ভাই দুই বোনের মধ্যে সাজ্জাদ ছিলেন চতুর্থ।
সাজ্জাদের চাচাত ভাই শাওন চৌধুরী বলেন, তিনি আল-আইল সানাইয়ার একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। গত বুধবার (২৮ জুলাই) পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায় সাজ্জাদকে। পরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে ফুজাইরাহ পুলিশ। তার মরদেহ ফুজাইরা একটি হাসপাতালে রাখা হয়েছে।
Related News

তুরস্ক থেকে ইরানে ‘ডিপোর্ট’; বাংলাদেশি অভিবাসীর নির্যাতনের গল্প
নিউজ ডেস্ক: ঢাকা থেকে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে তুরস্কে গিয়েছিলেন বাংলাদেশি নাগরিক জামান। অনিয়মিত অবস্থায়Read More

আমিরাতে মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ
নিউজ ডেস্ক: মোরা বরিশালবাসী প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি। এই স্লোগান নিয়েRead More