১৭ ঘণ্টা উড়ে টরন্টো পৌঁছল বিমানের ফ্লাইট

বিদেশবার্তা২৪ ডেস্ক:
১৭ ঘণ্টা উড়ে টরন্টোর রানওয়ে ছুঁল বাংলাদেশ বিমান, যাত্রীদের স্বাগত জানালেন কানাডায় নিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান।
দীর্ঘ ৪ বছরের প্রচেষ্টার পর অবশেষে কানাডার টরন্টো পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। বুধবার কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিটে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি কানাডার টরন্টোর বিমানবন্দরে অবতরণ করে। বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদেরকে স্বাগত জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
যাত্রা বিরতিসহ ঢাকা থেকে ইস্তাম্বুল যেতে ফ্লাইটটির মোট সময় লেগেছে সাড়ে ১৯ ঘণ্টা। এরমধ্যে ফ্লাইটটি আকাশে ছিল ১৭ ঘণ্টা।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে,
বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৮টায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রিফুয়েলিংয়ের জন্য প্রায় আড়াই ঘণ্টা যাত্রা বিরতি নিয়ে সকাল সাড়ে ১০টায় টরন্টোর উদ্দেশে রওনা হয়। ১০ ঘণ্টা উড়ে টরন্টো বিমানবন্দরে পৌঁছে বিমানের ফ্লাইটটি।
ফ্লাইটটিতে মোট ১৫৪ জন যাত্রী ছিলেন। যাওয়ার সময় তুরস্কে যাত্রা বিরতি থাকলেও ফেরার সময় প্রায় সাড়ে ১৫ ঘণ্টায় বিমানের ফ্লাইটটি টরন্টো থেকে ঢাকায় ফিরবে।
এর আগে, বুধবার (২৭ জুলাই) ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি টরন্টোর উদ্দেশে (পথে তুরস্কে রিফুয়েলিং) রওনা হয়।
Related News

বাংলাদেশ থেকে ৫ খাতে দক্ষ কর্মী নেবে সৌদি আরব
নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে পাঁচ খাতে পেশাদার দক্ষ কর্মী নেবে সৌদি আরব। এগুলো হলো- প্লাম্বার,Read More

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৫.৯৫ শতাংশ
নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাসের হার ৮৫Read More