মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোতে গুয়েরেরো প্রদেশের এক মহাসড়কে তিনটি যানের সংঘর্ষে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দেশের গুয়েরেরো প্রদেশের আকাপুলকো-জিহুয়াতানেজো মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট কারের চালক পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় গাড়িটির সঙ্গে ট্রাকের পেছন দিকে ধাক্কা লাগে। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিপরীত দিকে চলে যান। ওই মুহূর্তে সড়কের বিপরীত পাশে অন্য একটি গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।
তারা আরও জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৯ জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আতোয়াক ডে আলভারেজ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার কর্মী, পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহাসড়কটি বন্ধ রাখা হয়।
Related News

ইসরাইলের সমালেচনা: ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করেছে রিপাবলিকানRead More

মাল্টার জলসীমানায় মিলল ৮ অভিবাসীর মরদেহ, জীবিত উদ্ধার ৪৬
বিদেশবার্তা২৪ ডেস্ক: মাল্টার জলসীমানা থেকে আট জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা এছাড়াও প্রায়Read More