বার্মিংহামে মসজিদে ওসমান থেকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদান

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সম্প্রতি বন্যায় আক্রান্ত বাংলাদেশের মানুষের সাহায্যার্থে বার্মিংহামের মসজিদে ওসমান থেকে দুইহাজার পাউন্ডের চেক গ্রেটার সিলেট কাউন্সিলের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (২৩ জুন) এ উপলক্ষে মসজিদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ নুর মিয়ার সভাপতিত্বে কবি মফিদুল গনি মাহতাবের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী মুদ্দাসির আনোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুস শহীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসির সেন্ট্রাল কমিটির সভাপতি বারিষ্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খসরু খান, প্রবীণ মুরব্বি মসজিদের ট্রাস্টি হাজী জুনাব আলী, মোহাম্মদ বিলাল বদরুল, মাওলানা নূরে আলম হামিদী, কামরুল ইসলাম চনু প্রমূখ।
সভায় জিএসসির প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান জানান,গ্রেটার সিলেট কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্থ মানুষের সাহার্যাতে যুক্তরাজ্য থেকে সংগৃহিত প্রায় ৩০ হাজার পাউন্ড নিয়ে তারা দেশে যাবেন।
মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিনের দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Related News

ইংল্যান্ড থেকে ফ্রান্সে অভিবাসী ‘পাচার’, গাড়িচালকের কারাদণ্ড!
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইংল্যান্ড থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে ফ্রান্সে পাচারের দায়ে গাড়িচালককে এক বছরের জামিনRead More

জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় ৩০ জানুয়ারি সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসীRead More