হজে গিয়ে আরও একজনের মৃত্যু, দেশে ফিরলেন ১২৩০৬ হাজি

নিউজ ডেস্ক:
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজি। মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। এছাড়া সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী-হাজি মারা গেলেন।
মঙ্গলবার রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৮ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মো. কামাল উদ্দিন মজুমদার। তিনি চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা। মারা যাওয়া হজযাত্রী-হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।
গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
Related News

দেশের অন্যতম ছোট মসজিদ সিলেটের রাজনগরে!
বিদেশবার্তা২৪ ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও কাজী খন্দকার মাজার এলাকায় দেখা মিললRead More

সাদাকা মহান আল্লাহর গোস্কাকে ঠাণ্ডা করে দেয়: আসজাদ মাদানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: সাদাকা মহান আল্লাহর গোস্বাকে ঠাণ্ডা করে দেয়। সাদাকা শেষ বিচারের দিনে মুমিন বান্দাকেRead More