জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। প্রাথমিক খবর বলছে, তিনি সম্ভবত আহত।
এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শুক্রবার নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়েছে। এতে তিনি অজ্ঞান হয়ে যান এবং কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
Related News

ইসরাইলের সমালেচনা: ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করেছে রিপাবলিকানRead More

মাল্টার জলসীমানায় মিলল ৮ অভিবাসীর মরদেহ, জীবিত উদ্ধার ৪৬
বিদেশবার্তা২৪ ডেস্ক: মাল্টার জলসীমানা থেকে আট জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা এছাড়াও প্রায়Read More