ছুটিতে দেশে এসে সড়কে প্রাণ হারালেন কুয়েত প্রবাসী

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পশু খাদ্য বোঝাই পিকআপভ্যানের চাপায় মানিক মিয়া (৪৮) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার ওলিয়ারভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুটি পিকআপভ্যান আড়াআড়িভাবে যাওয়ায় তিনি চাপা পড়েন মানিক। পরে পিকআপভ্যানের চালককে আটক করে পুলিশ।
নিহত মানিক মিয়া উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ছুটিতে দেশে আসেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মানিক মিয়া হবিগঞ্জ-বানিয়াচং সড়ক দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সুটকি নদীর দিকে যাচ্ছিলেন। ওলিয়ারভাঙ্গা এলাকায় পৌঁছালে পশু খাদ্য নিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিকআপভ্যানটি নিয়ে চালক কাউছার মিয়া পালিয়ে যান। পরে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা পুলিশ মিলে তাকে আটক করতে সক্ষম হয়। তিনি চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, দুইটি পিকআপভ্যান আড়াআড়িভাবে সড়ক দিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। চালককে আটক করা হয়েছে।
Related News

ইংল্যান্ড থেকে ফ্রান্সে অভিবাসী ‘পাচার’, গাড়িচালকের কারাদণ্ড!
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইংল্যান্ড থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে ফ্রান্সে পাচারের দায়ে গাড়িচালককে এক বছরের জামিনRead More

জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় ৩০ জানুয়ারি সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসীRead More